যে কোন ধরনের পন্য পেকেট করবেন কভাবে? আজকের এই আর্টিকেলে চমৎকার একটি প্রতিষ্ঠানের সন্ধান দিবো যারা সরাসরি চায়না থেকে বিভিন্ন ধরনের প্যাকেজিং মেশিন সরাসরি ইম্পোর্ট করে থাকে এবং সমগ্র বাংলাদেশের আনাচে কানাচে উদ্যোক্তাদের কাছে বিক্রি করে থাকে।
যেই প্রতিষ্ঠান সন্ধান নিয়ে ভিডিও করা হয়েছে সেই প্রতিষ্ঠানে আপনারা pest Sealing machine, Packaging machine, Powder filling machine, Chips Packaging machine, French Fry machine, Ics Crush Machine, Hand Sealer Machine, Auto Sealer Machine, Padel Sealer Machine, Cup sealer machine, Kitchen Scale, Weight, big ight scale, Air Blower, Hot Gun, Wrapping machine, Calculator, Price machine, glue gun, Date Machine, Bar code machine, Machinery Accessories, Wifi router, Hydrolic Filling Machine, Vacuum Sealer Machine, Candy Floss machine ইত্যাদি মেশিন সবসময় রেডি স্টকে পেয়ে যাবেন।
পণ্য প্যাকেজিং করা
আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে আপনি এতটুকু অবশ্যই জানেন, যে! যে কোন ধরনের পন্য নিয়ে যদি বাজারে মার্কেটিং করে আপনার নিজের একটা ব্রান্ড করতে চান। তাহলে আপনার পণ্যটার সুন্দর প্যাকেজিং করা অত্যান্ত গুরুত্বপূর্ন। ধরুন আপনি মটর, বুট, ডাল ভাজা এইগুলো বানিয়ে বিভিন্ন দোকানে পাইকারি সাপ্লাই করতে চাচ্ছেন। এখন আপনি যদি এই প্রোডাক্টটা বাজারের কোন দোকানে নিয়ে যান? বা পাইকারি মার্কেটে সাপ্লাই করার উদ্যেশ্য করে নিয়ে যান? সেই ক্ষেত্রে নরমাল প্যাকেজিং এ ভালো সারা নাও পেতে পারেন।
তবে যদি আপনার ডাল, মটর ভাজা গুলো সুন্দর সুন্দর আকর্ষণীয় প্যাকেজে মোড়ক করা থাকে? তাহলে অবশ্যই যে কোন দোকানদার আপনার পন্যটা কিনতে আগ্রহী হবে। এবং একজন ক্রেতাও আপনার পণ্যটা দেখলেই কিনতে চাইবে।
এছাড়া আপনি বিভিন্ন পন্য প্যাকেজ করে পাইকারি সাপ্লাই করে নিজের ব্রান্ড করতে পারেন। আর মেশিন দিয়ে প্যাকেজিং করলেত অবশ্যই আপনি আপনার ব্রান্ডের নামে পলিও করতে পারবেন। সুতরাং একটা ভালো মুনাফা অর্জন করতে পারবেন।
প্যাকেজিং মেশিনের দাম
প্যাকেজিং মেশিন আমাদের বাংলাদেশে তৈরি হয়না বললেই চলে। সব মেশিনই চায়না সহ বিভিন্ন দেশ থেকে আনা হয়। সুতরাং নির্দিষ্টভাবে দাম বলা যায়না। তবে আমাদের আমিন টিভি প্রতিনীয়ত বেকারদের জন্য পাইকারি পন্যের সন্ধান এবং উৎপাদনশীল প্রতিষ্ঠানের সন্ধান দিয়ে থাকে। সেই ধারাবাহিকতায় আমিন টিভি উদ্যোক্তাদের কথা ভেবে নিয়ে আসলো প্যাকেজিং মেশিনের সন্ধান তাও সরাসরি ইমপোর্টারের।
নিচের ভিডিওতে প্রতিটা প্যাকেজিং মেশিনের দাম জানানো হয়েছে। তবে মনে রাখবেন ভিডিও প্রি-রেকর্ড করা। সুতরাং আপনি যেই দিন এই পোস্ট-আর্টিকেল পড়বেন বা যেইদিন মেশিন ক্রয় করবেন। ঐদিন কল দিয়ে আপডেট দামটা জেনে নিবেন।
প্রতিষ্ঠানের নামঃ হক ট্রেডার্স
ঠিকানাঃ ২৩ নং মকিম কাটারা, মৌলভি বাজার, চকবাজার, ঢাকা
মোবাইল নাম্বারঃ 01712749268, 02-7342660
t20haque@gmail.com