মুদিখানা হোলসেল মার্কেট, মুদিখানা দোকানের মালের পাইকারি দাম জানুন

মুদি খানা দোকানের জন্য মুদি দোকানের চকলেট আইটেম নিয়ে আমাদের আজকের এই আর্টিকেল। এই আর্টিকেলে অসংখ্য মুদিখানা পণ্য যেই গুলো শীতের হিট কালেকশন সেই গুলো দেখাবো।  

মুদিখানা দোকান

আপনারা যারা কি করবেন ভেবে পারছেন না। তাদের জন্য মুদিখানার ব্যবসাটা খুবই সহজ। কারণ এই ব্যবসাটা একজন প্রতিবন্ধীও চাইলে করতে পারে। 

ব্যবসাটা করতে আপনার প্রথমেই বাছাই করতে হবে আপনি কি ভাবে করবেন?

  • পাইকারি সাপ্লাই করে ব্যবসা
  • বাসার সামনে বা বাজারে মুদিখানার দোকান দিয়ে

মুদিখানা মালামাল পাইকারি সাপ্লাই করে ব্যবসা

যদি আপনি পাইকারি সাপ্লাই করে ব্যবসা করেন সেই ক্ষেত্রে আপনার পরিশ্রম একটু বেশি হবে। তবে এটাই প্রফিট তুলনা মূলক বেশি। ধরুন আপনি এক জার/বয়ম চকলেট ১১৫ টাকায় কিনবেন সেটাতে চকলেট থাকবে ২৫০ পিস। আপনি ঐ জার/বয়ম চকলেট যে কোন দোকানে ১৫০ টাকায় বিক্রি করতে পারবেন। অর্থাৎ ৩৫ টাকা প্রতি বয়মে লাভ হবে। যদি এলাকার সব বাজারে যান এবং ২০ টাকা দোকানেও অন্তত পাইকারি ২০ বয়ম চকলেট সাপ্লাই দেন তাহলে ২০ x ৩৫=৭০০ টাকা। অর্থাৎ একটা আইটেম থেকে ৭০০ টাকা লাভ, এরকম যদি ১০-১৫ টাকা আইটেম নিয়ে পাইকারি সাপ্লাই করতে পারেন তাহলেও সব খরচ বাদ দিয়ে প্রতিদিন ১ থেকে ২ হাজার টাকা ইনকাম করতে পারবেন।

পাইকারিতে দোকানদাররা প্রতিদিনি কিছুনা কিছু মাল নিবেই। তবে পাইকারিতে আইটেম যত বেশি রাখবেন আপনি অত লাভ বেশি করতে পারবেন। কেননা একটা আইটেম যদি কোন দোকানে স্লো চলে তাহলে সেখানে অন্য আইটেম বিক্রি করতে পারবেন। এভাবে প্রতিদিনই কোন কোন দোকানে আপনার প্রোডাক্ট লাগবেই। তবে শুরুর দিকে লাভ একটু কম করবেন এতে সেল বারবে।

পাইকারি সাপ্লাই করে ব্যবসা এটা আপনি ঘরে বসেই করতে পারেন। অথবা একটা দোকান নিয়েও করতে পারেন। তবে প্রাথমিক পর্যায়ে বাসায় রেখেই করা উত্তম।

মুদিখানা দোকান দিয়ে ব্যবসা

মুদি দোকান দিয়ে যদি ব্যবসা করেন সেই ক্ষেত্রে প্রথমত আপনার বাসার সামনে দোকান দিতে হবে। এর জন্য মোটামুটি কিছু টাকা খরচ হবে আর দোকানে সব রকম পণ্য কিনে ভরাট করতেও মিনিমাম ৫০ হাজার টাকা মত লাগবে।  বা আরো বেশি কম লাগতে পারে। 

মুদি দোকান দিয়ে ব্যবসা আপনি এটা বাসার সামনে বা বাজারে দিতে পারেন। আর মুদিখানা দোকান দিলে পাশাপাশি চা, পান, সিগারেট ইত্যাদি বিক্রি করতে পারেন। এতে করে আপনার ব্যবসা বৃদ্ধি হবে।

দোকানের নামঃ মেসার্স মিজান ষ্টোর
ঠিকানাঃ ৭৭নং বেগম বাজার, হোসেন ম্যানসন, চকবাজার, ঢাকা-১১০০
মোবাইল নাম্বারঃ 01850622431, 01920537048, 02-57314556 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *