অল্প টাকায় লাভের ব্যবসা – চকবাজার চকলেটের পাইকারি মার্কেট

দেশের খুবই জনপ্রিয় ঐতিহ্যবাহী একটি পাইকারি মার্কেট ঢাকা চকবাজার বেগম বাজার। দেশের বিভিন্ন বড় বড় পাইকাররা এই মার্কেটে আসে পাইকারি কেনার জন্য। পাইকাররা এই বেগম বাজার থেকে পাইকারি নিয়ে তার নিজ এলাকায় পাইকারি সাপ্লাই করে ব্যবসা করে। আপনিও চাইলে নতুনভাবে এই বিজনেস চালু করতে পারেন। এই ব্যবসা করতে পুজি লাগে মাত্র ১০ হাজার টাকা থেকে শুরু করে ১০ লক্ষ্য টাকা পর্যন্ত।

আপনি চাইলে মাত্র ১০ হাজার টাকা পুজি ইনভেস্ট করে এই ব্যবসাটা শুরু করতে পারেন।  বিভিন্ন দোকানে দোকানে পাইকারি সাপ্লাই করে অথবা নিজে খুচরা দোকান দিয়ে। তবে নিজে খুচরা দোকান দিলে একটু পুজি বেশি লাগবে। কারণ নিজে যখন দোকান দিবেন তখন প্রায় সব রকম আইটেম দোকানে রাখতে হবে, নয়ত কাস্টমার পাবেন না। বা কাস্টমার যখন দেখবে তার চাহিদার একটি মাল আছে অন্যটি নেই তখন সে অন্য দোকানে চলে যাবে। অতএব তখন আপনার আইটেম বাড়াতে হবে।

আর মুদিখানার ব্যবসায় আইটেম যত বাড়াবেন সেলস তত বেশি হবে। আপনি যদি ১০ রকম আইটেম নিয়ে সারাদিনে ৫ রকম বিক্রি করতে পারেন। তাহলে ৫০ রকম আইটেম নিয়ে যখন  ব্যবসা করবেন তখন ২৫ টা আইটেম সেল করতে পারবেন। এতে করে আপনার বিক্রি বেড়ে যাবে কয়েকগুন।

আর পাইকারি ব্যবসার ক্ষেত্রে এত পুজি না হলেও চলবে। কেননা তখন আপনি নির্দিষ্ট কিছু পণ্যই মার্কেটে পাইকারি সাপ্লাই দিবেন। আর পাইকারিতে লাভ সিমীত তবে সেল বেশি। আর সেল বেশি হলে লাভ কম হলেও সমস্যা হবেনা।

এই দোকানে কি কি পাওয়া যায় এবং পাইকারি দাম কত? সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি।

দোকানের নামঃ মেসার্স আরিফ ষ্টোর
ঠিকানাঃ ২/১ ফয়েজ ম্যানশন, বেগম বাজার, চকবাজার, ঢাকা
মোবাইল নাম্বারঃ 01852277170, 02-57316340, 01328965599

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *