দৃষ্টি প্রতিবন্ধী কিভাবে ব্যবসা শুরু করলো? AminTV ভিডিও দেখে

আমিন টিভি এমন এক ব্যক্তির সাক্ষাৎকার নিলো যা এর আগে হয়ত কল্পনাতেও ছিলোনা। একজন দৃষ্টি প্রতিবন্ধি কিভাবে ব্যবসা শুরু করলো? ভাবতেও অবাক লাগে লোকটি একেবারেই ২ চোখে কিছু দেখতে পায়না কিন্তু স্মার্টফোন এবং কিছু সফটওয়্যার ব্যবহারের মাধ্যম সে আমিন টিভির ভিডিওগুলো দেখতে পায় এবং সন্ধান পায় এমন একটি ভিডিওর যেটি ছিলো খেলনার পাইকারি মার্কেটের একটি ভিডিও, যেই দোকান অবস্থিত ছিলো ঢাকা চকবাজারে।

অন্ধ ভাইটি বিভিন্ন মাধ্যমে আমার ভিডিও থেকে দোকানের ঠিকানা ও মোবাইল নাম্বার সংগ্রহ করে চলে যায় কাংখিত সেই খেলনার দোকানে এবং মোটামুটি বাজেটে খেলনা কিনে। এবং শুরু করে জীবনে প্রথম ব্যবসা। তার এই ব্যবসাটা শুরু করেছে ২০২১ সালের ১৮ নভেম্বর অর্থাৎ প্রায় ২ বছর ধরে এই ব্যবসাটা তিনি এই অন্ধ চোখ নিয়েই করে যাচ্ছে।

এই ভাইটি যেই যায়গায় ব্যবসা করে সেই যায়গাটি অবস্থিত ঢাকা মিরপুর-১০,  পানির ট্যাংকির গেইটের সাথে এবং উনি যেই যায়গাটিতে বসে সেই যায়গাটিতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।

যেমন- প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টি, রাস্তার সাইডে প্রসাসনিক আইনে দোকান  না বসতে দেওয়া, অন্ধ হওয়ায় অনেকেই খেলনা নিয়ে টাকা না দিয়ে চলে যাওয়া ইত্যাদি।

তিনি প্রতিদিন দুপুরে ২ টা বাজে তিনি দোকানে আসেন এবং সব খেলনা গুলো অন্ধ চোখেই অনুভুতির মাধ্যমে তার ভ্যানে সাজিয়ে তোলেন। এবং রাতে তার এক ভাই (আপন) দোকানটি বন্ধ করে দিয়ে যান।

তো এইভাবে মোটামুটি ২ বছর যাবৎ ব্যবসা করছে এই দৃষ্টি প্রতিবন্ধী ভাইটি। এবং আমিন টিভিকে কল করে এবং বলেন তিনি আমিন টিভির ভিডিও দেখে এবং অমক দোকান থেকে পাইকারি খেলনা কিনে খুচরা বিক্রি করছে এবং তিনি ২ চোখে দেখতে পায়না। সেই কথা শুনে আমিন টিভি তার ঠিকানায় গেলে, পুরো স্তব্দ হয়ে যায়।

তো জাইহোক আজকে আমিন টিভি পুরো সার্থক! কারন আমিন টিভির ভিডিও দেখে যে কোন অন্ধ বা দৃষ্টি প্রতিবন্ধী ভাই ব্যবসা শুরু করবে সত্যি এটা কল্পনার বাহিরে ছিলো। এটা আমিন টিভির জন্য অনেক বড় এচিভমেন্ট।

আপনারা যারা বেকার, এদিক অদিক ঘোরা ফেরা করছেন? তারা আমিন টিভির ভিডিওগুলো দেখে যে কোন একটি ব্যবসা যেটা আপনি ভালো পারবেন সেটা শুরু করতে পারেন। একজন অন্ধ ভাই যদি ব্যবসা শুরু করতে পারে! তাহলে আপনি পড়াশোনা করেও কেন পারবেন না?

আমিন টিভির ভিডিওগুলো এখনো যারা দেখেন নি, তারা একবার আমিন টিভিতে যান এবং ভিডিওগুলো দেখুন।

আমিন টিভিতে প্রায় ১৬০০ ভিডিও দেওয়া আছে এবং প্রতিদিনই নুন্যতম ১-২ টি ভিডিও আপলোড হয়ে থাকে।

সেখানে আপনার পায়ের জুতা হতে, মাথার ক্যাপ পর্যন্ত! সকল পণ্যের সন্ধান পেয়ে যাবেন যারা একদম মাদারহোলসেলার! অর্থাত সরাসরি উৎপাদনশীল প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের রেটে আপনুই পণ্য কিনে ব্যবসা করতে পারবেন।

আমিন টিভির ভিডিওগুলো দেখতে ইউটিউবে গিয়ে সার্চ করুন “amintv” বা “আমিন টিভি” তাহলেই আমিন টিভির ভিডিওগুলো পেয়ে যাবেন।

আজকে যেই অন্ধ ভাইটির সাক্ষাৎকার নিয়েছি, নিচে তার সাক্ষাৎকারের ভিডিও দেওয়া হলো।

ভাইটিকে যদি কেউ সাহায্য করতে চান ভিডিওতে ভাইটির নাম্বার দেওয়া আছে। যোগাযোগ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *