ইউটিউবারদের ব্যবসার আইডিয়া, বেকারদের ব্যবসার আইডিয়া – Business Ideas

ইউটিউবারদের ব্যবসার আইডিয়া, বেকারদের ব্যবসার আইডিয়া, ২০২৪ সালের সেরা ব্যবসার আইডিয়া, সফলতার গল্প, কিভাবে ব্যবসা করা যায়, আমি কি ব্যবসা করবো?

আজকের এই আর্টিকেলে এমন একটি ভিডিও শেয়ার করবো যেই ভিডিওতে দেখানো হয়েছে। আমাদের “AMINTV” এর মতই, ইউটিউবিং করা এক ভাই ব্যবসা করা শুরু করেছে। এবং আমি মনে করি প্রতিটা ইউটিউবারের এরকম ব্যবসা শুরু করা উচিত। 

বেকারদের ব্যবসার আইডিয়া

যেই সকল ভায়েরা বেকার আছে। তারা আমাদের ইউটিউবের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকেন। এবং অনেকেই প্রশ্ন করে থাকেন যে- আমিন ভাই আপনি ব্যবসা করেন? ভাই কি ব্যবসা করবো বুঝে পাইনা! ইতি মধ্যে অনেকেই জানেন যে আমার নিজেরাও একটি ব্যবসা আছে যার নাম “Amin Cotton” এবং Asif Vlog আসিফ ভাই ইতি মধ্যে মোবাইলের শোরুম Asif Vlogs & Gadgets দিয়েছে। যেটার ভিডিও এই আর্টিকেলের নিচে আপনারা দেখতে পাবেন।

তো দেখুন আমি নিজেও কিন্তু ব্যবসা করছি। এবং আমাদের Asif Vlogs এর আসিফ ভাইও কিন্তু মোবাইলের ব্যবসা শুরু করেছে। এইভাবে আপনারা সবাই নিজ নিজ যায়গা থেকে যেটা আপনি ভালো পারেন বা ভালো বুঝেন। সেটা নিয়ে ছোট পরিসরে একটি বাণিজ্যিক কার্যক্রম শুরু বা ব্যবসা শুরু করতে পারেন। আশা করি আপনার যদি প্রচুর আগ্রহ ও চেষ্টা থাকে তাহলে আপনি সফলতা লাভ করবেনই

ইউটিউবারদের জন্য ব্যবসার আইডিয়া

প্রতিটা ইউটিউবারদের উচিত নিজের একটি পার্সোনাল ব্যবসায়িক প্রতিষ্ঠান দাঁড় করানো। কারণ হলো? আপনার Youtube এবং Facebook এখন আছে কিন্তু মুহূর্তের মধ্যে উধাও হয়ে যেতে পারে। তখন আপনি হয়ে যাবেন পৃথিবীর সবচেয়ে এক নম্বর বেকার। সেই কারণেই নিজের ইউটিউব এবং ফেসবুক থাকা অবস্থায় খুব দ্রুত ব্যবসায়িক প্রতিষ্ঠান দাঁড় করিয়ে প্রচার-প্রচারণা করে ব্যবসা শুরু করে দেওয়া।

আমি মনে করি আপনি ইউটিউবে যেভাবে সফল হয়েছেন। ব্যবসা শুরু করলে ঠিক একই ভাবে আপনি সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আপনার সেই ধৈর্য আছে।

এখন বলতে পারেন ভাই আমি কি ব্যবসা করব ?

কিন্তু আমার চেয়ে আপনি ভালো বলতে পারবেন। কারণ ? আপনি ভিডিও করতে করতে আপনার অনেক অভিজ্ঞতা হয়ে গেছে। কোন প্রোডাক্টের প্রতি আপনার আগ্রহ বেশি ? কোন প্রোডাক্ট আপনার চ্যানেলের চাহিদা বেশি ? সেই ধরনের প্রোডাক্ট সিলেক্ট করে আপনি শুরু করবেন ইনশাআল্লাহ।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *