গেঞ্জি ব্যবসায়ীদের গোপন সন্ধান | গেঞ্জির সর্ববৃহৎ পাইকারি মার্কেট

গেঞ্জি ব্যবসায়ীদের জন্য সুখবর, যারা পাইকারি সাপ্লাই করে ব্যবসা করেন তাদের জন্য হতে পারে আজকের ভিডিওটি লাস্ট ভিডিও। কারন আজকে গেঞ্জি ব্যবসার সকল গোমর ফাস হতে চলেছে।

এখানে ছেলেদের সকল প্রকার গেঞ্জির কালেকশন সমগ্র বাংলাদেশে পাইকারি বিক্রি করা হয়। যারা অল্প টাকায় ব্যবসা করবেন বলে চিন্তা করছেন তারা এখান থেকে স্বল্প মুল্যে ছেলেদের গেঞ্জির যত ধরনের আইটেম আছে ছোট এবং বড় সব কালেকশন নিতে পারবেন।

এই মার্কেটে ৭০০+ পাইকারি দোকান রয়েছে আর অধিকাংশ দোকানের রয়েছে নিজস্ব মিনি গার্মেন্টস যেখানে তারা নিজেরাই প্রোডাকশন করে থাকে। সুতরাং সব থেকে কম দামে এখান থেকে কিনতে পারবেন।

ঢাকার বিভিন্ন বড় বড় পাইকারি মার্কেট, যেমন- বঙ্গবাজার, সিটি প্লাজা, নগর প্লাজা, ট্রেড সেন্টার এবং ফুটপাতে ব্যবসায়ীরা অনেকেই এখান থেকে গেঞ্জির কালেকশনগুলো পাইকারি কিনে আবার তারা পাইকারি বিক্রি করে। সুতরাং একদম মাদারহোলসেল রেটে এই মার্কেট থেকে গেঞ্জির কালেকশন পাইকারি কিনতে পারবেন।

এই মার্কেটটি যেহুতু একটি পাইকারি মার্কেট তাই এখানে শীতের সময় শীতের আইটেম এবং গরমের সময় গরমের আইটেম পাইকারি বিক্রি করা হয়।

ইতিমধ্যে সামনে শীতের সিজনকে কেন্দ্র করে এই মার্কেটের অধিকাংশ দোকানে শীতের প্রোডাক্ট নিয়ে কাজ চলছে। যেমন- হুডি, বোবা হুডি, মাস্ক হুডি, সুইপ শার্ট, ফুল হাতা গেঞ্জি ইত্যাদি। যারা শীতের আইটেম নিয়ে ব্যবসা করতে চান তারাও এই মার্কেট থেকে কিনতে পারবেন। 

দেশের সর্ববৃহৎ গেঞ্জির পাইকারি মার্কেট ও কারখানা – T-shirt & Polo shirt collection মার্কেটের ঠিকানাঃ এসরার মার্কেট, নতুন বাজার, কোনাবাড়ী, গাজীপুর।

মার্কেটের যেকোনো তথ্যের জন্য যোগাযোগ নাম্বার👇
01730995355 , 01711667360 , 01628431772

আরো বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুন👇👇

ইলেকট্রিক পণ্যের সন্ধান
বেকারদের জন্য এক মেশিনে ৩০ টি ব্যবসার আইডিয়া
৪০ দিনের প্রশিক্ষন নিয়ে টাকা ইনকামের আইডিয়া
ইতিমধ্যে প্রকাশিত
বেকারদের জন্য এক মেশিনে ৩০ টি ব্যবসার আইডিয়া
৪০ দিনে কাজ শিখে ব্যবসা ও চাকরি — মোবাইল সার্ভিসিং ট্রেনিং প্রোগ্রাম
৪০ দিনের প্রশিক্ষন নিয়ে টাকা ইনকামের আইডিয়া
ছেলেদের কালেকশন
মাত্র ৭০ টাকায় T-shirt টি শার্টের পাইকারি মার্কেট গাজীপুর T shirt collection 2025
৬০ টাকায় শার্ট | শার্টের পাইকারি মার্কেট গাজীপুর
শার্টের পাইকারি হাট | শার্ট পাইকারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *